নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
” সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে ” এই আপ্তবাক্য কে সামনে রেখে বৃহস্পতিবার ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষ থেকে বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুঃস্থ ছাত্র ছাত্রীদের পরিবারের হাতে কিছু খাদ্যসামগ্রী ও রসদ পৌঁছে দেওয়া হলো।
এদিন উপস্হিত ছিলেন ফালাকাটা যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিদ্যালয়ের সভাপতি যতীন চন্দ্র রায় , প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায় চৌধুরী, পরিচালন সমিতির সদস্য প্রলয় সরকার ও অসীম দেব সহ প্রমুখ।
আরও পড়ুনঃ লকডাউনে ত্রিশটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক
এদিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায় চৌধুরী বলেন, “বিতরণ স্থানে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। পাশাপাশি আগত অভিভাবকদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরো জানান, আমাদের বিদ্যালয়ের স্টাফদের পক্ষ থেকে বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া প্রায় ৩১০ জন দুঃস্থ ছাত্র ছাত্রীদের পরিবারের দিকে কিছু সাহায্য হাত বাড়িয়ে দিতে খাদ্যসামগ্রী ও রসদ তুলে দেওয়া হয়।” এলাকাবাসী বিদ্যালয়ের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584