শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা যুদ্ধে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনকেও ব্রাত্য করে রাখতে চায় না রাজ্য স্বাস্থ্য দফতর। তাই বুধবার থেকেই এখানে শুরু হয়ে গিয়েছে নোভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসে।
জানা গিয়েছে, বুধবার ৭ টি নমুনা পরীক্ষা করা হয়।সবগুলিরই রিপোর্ট নেগেটিভ হয়েছে। বৃহস্পতিবার আরও ৫ টি পরীক্ষা করানো হলে সেগুলিও নেগেটিভ আসে। শুক্রবারও সমস্ত রিপোর্ট নেগেটিভ এসেছে।
আরও পড়ুনঃ রেলইঞ্জিন কারখানায় তৈরি হচ্ছে মেডিক্যাল বেড-ওয়ারড্রব, কামরায় হচ্ছে আইসোলেশন ওয়ার্ড
রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাজি বলেন, ‘কলকাতা মেডিক্যাল কলেজের ওপর যাতে চাপ না পড়ে, তার জন্য এলাকাভিত্তিক নমুনা ভাগ করে দেওয়া হয়েছে। হাওড়া এবং হুগলি থেকে যা যা নমুনা আসবে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তার নমুনা পরীক্ষা হবে।’
কয়েক দিন আগেই স্বাস্থ্যভবন জানিয়েছিল, রাজ্যেই করোনা দ্রুত পরীক্ষার জন্য এবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ আধার বা কিট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কিটের নাম ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া।’ এবার সেখানে সম্ভাব্য করোনা রোগীর লালারসের নমুনা পরীক্ষাও শুরু হল। সব মিলিয়ে রাজ্যের করোনা যুদ্ধে পিছিয়ে থাকছে না এই হাসপাতালও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584