আপার ইন্টারভিউ অনলাইনে করার ভাবনা কমিশনের

0
599

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কোভিড পরিস্থিতিতে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া অনলাইনে করার কথা ভাবছে স্কুল সার্ভিস কমিশন। বছরের শুরুতেই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে চাকরিপ্রার্থী তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

acharya sadan | newsfront.co
আচার্য সদন। ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে সেই নির্দেশ ঘিরে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় রাজ্য রাজনীতিতে। আদালত ইন্টারভিউয়ে সুযোগ পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দেয়। জানায় ১০ মে’র মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। তারপরেই শুরু হয় নির্বাচন। নির্বাচন প্রক্রিয়ার পরপরই করোনার দ্বিতীয় তরঙ্গের কারণে আর শুরু করা যায়নি সেই প্রক্রিয়া। রাজ্যে এখনও চালু রয়েছে করোনা বিধি।

আরও পড়ুনঃ ১ জুলাই থেকে খুলতে চলেছে তেলেঙ্গানার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান

প্রায় ১৪ হাজার পদের জন্য যে ২০ হাজার চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়ার কথা। ইতিমধ্যে কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে ২১ জুন সফল প্রার্থীদের নতুন তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। কিন্তু এত সংখ্যক চাকুরী প্রার্থীর ইন্টারভিউ নিয়ে দুশ্চিন্তায় কমিশনের আধিকারিকরা।

আরও পড়ুনঃ কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষের আর্থিক ক্ষতিপূরণ সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

কমিশনের মূল অফিস বা রিজিওনাল অফিস-কোথাও এত সংখ্যক প্রার্থীর ইন্টারভিউ এই মুহূর্তে করোনা বিধি মেনে নেওয়া কার্যত অসম্ভব বলে মনে করছে তারা। আদালতের কাছে চেয়ে নেওয়া নতুন সময়সীমা যেহেতু ৩১ জুলাই, সেহেতু কমিশনের আধিকারিকরা এই প্রক্রিয়া অনলাইনে কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here