সরকারি ঘোষণার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি টাকা,জলঙ্গিতে রাস্তা অবরোধ স্কুল পড়ুয়াদের

0
78

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

students | newsfront.co
নিজস্ব চিত্র

জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের টিকর বাড়িয়া কাজী নজরুল হাই স্কুলের উচ্চমাধ্যমিক ক্লাসের ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আজ সকাল ১১ টা নাগাদ।

স্কুল ছাত্রদের অভিযোগ যে, রাজ্য সরকার ঘোষণা করেন যে উচ্চমাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেয়া হবে।

school student  | newsfront.co
রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। নিজস্ব চিত্র

সেই মতো সকল স্কুলের ছাত্র ছাত্রীরা টাকা পেলেও বঞ্চিত থেকে গেছে জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের টিকর বাড়িয়া হাই স্কুলের ছাত্ররা। কোনো টাকা না পাওয়ায় আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে তারা, বলেই সংবাদ মাধ্যমকে জানায়।

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে ছাড় দিল্লি পুলিশের

sovon das  | newsfront.co
শোভন দাস, বিডিও। নিজস্ব চিত্র

খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সহ ওসি উৎপল কুমার দাস ও জলঙ্গির বিডিও শোভন দাস হাজির হয়।

students | newsfront.co
তাসমিন বিশ্বাস, পড়ুয়া।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বুক স্পর্শ করলেই যৌন নির্যাতন হিসাবে গণ্য হবে নাঃ বম্বে হাইকোর্ট

বিডিও ও ওসির আশ্বাসে ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ তুলে নেয়। এদিন বিডিও শোভন দাস জানিয়েছেন যে, “আমরা ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলেছি তারা সব রকম সাহায্য করবে। সেই মতো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here