নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনার লকডাউনে এখনও পুরো একমাস বন্ধ থাকবে স্কুলের পড়াশোনা। রাজ্য সরকার লকডাউন তুলে নিলেও স্কুল বন্ধ রেখেছে গোটা জুন মাস। তাই গ্রামের কচিকাঁচারা পড়েছে ভীষণ সমস্যায়। তাদের অনলাইন পড়াশোনা করার কোন পরিকাঠামো নেই।
কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, শিক্ষকরা ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে পড়িয়ে আসবেন। সেই বার্তা বাস্তবায়িত করতে মাঠে নামলেন তৃণমুল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। গৌড়াঙ্গবাবু রায়গঞ্জ শহরের একটি প্রাথমিক স্কুলে চাকরি করেন।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় তৎপর কোলাঘাট ব্লক প্রশাসন
কিন্তু তিনি কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের কুশগ্রামে গিয়ে এলাকার শিশুদের পড়িয়ে এলেন। পাশাপাশি এলাকার ২০০ আদিবাসী পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন তিনি। সঙ্গে ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584