স্কুলের ফি না দেওয়ার কারণে কোন পড়ুয়াকে বহিষ্কার করা যাবে নাঃ কলকাতা হাইকোর্ট

0
77

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

স্কুলের ফি দেওয়া হয়নি এই কারণে কোনো পড়ুয়াকে বহিষ্কার করা যাবে না জানালো কলকাতা হাইকোর্ট।শুক্রবার স্কুল কর্তৃপক্ষগুলিকে অন্তর্বর্তী আদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Calcutta highcourt | newsfront.co
ফাইল চিত্র

২০২০ সালের মে মাসের এক জনস্বার্থ মামলায় রায়ে কলকাতা হাইকোর্ট শুক্রবার অন্তর্বর্তী আদেশ দেয় যে স্কুলের ফি না দেওয়ার কারণে কোন একজন পড়ুয়াকেও আদালতের অনুমতি ছাড়া বহিষ্কার করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।

বিচারপতি আইপি মুখার্জী ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য র ডিভিশন বেঞ্চ জানায়, “মামলায় জড়িত ১৪৫টি স্কুল কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে কোন একজন পড়ুয়াকেও ফি না দেওয়ার কারণে আদালতের অনুমতি ছাড়া বহিষ্কার করা যাবে না। আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।”

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গেলে উচ্চ মাধ্যমিকে আর আবশ্যিক নয় অঙ্ক-ফিজিক্স: এআইসিটিই

স্কুলের ফি দেওয়া না থাকলে কিছু স্কুল পড়ুয়াদের অনলাইন ক্লাস বা অনলাইন পরীক্ষায় যোগ দিতে অনুমতি দিচ্ছে না এই মর্মে ২০২০, মে মাসে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। শুক্রবার এই মামলারই অন্তর্বর্তী নির্দেশে একথা জানায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ এক দশক পার, এখনও কলেজ পেল না ভাবতা

মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ এপ্রিল। এর আগে আদালত নির্দেশ দিয়েছিল ২০% স্কুল ফি হ্রাস করার। সেই নির্দেশের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ রা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি রয়েছে আগামী ৫ এপ্রিল। হাইকোর্ট সুপ্রিম কোর্টে রায় পর্যন্ত অপেক্ষা করে এই মামলার রায় ঘোষণা করতে চায়। সেকারণেই পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী ১৬ এপ্রিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here