জুলাই মাসেও খুলছে না স্কুলঃ শিক্ষামন্ত্রী

0
43

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ক্রমশ সংক্রমণ ছড়াচ্ছে। কোভিড-১৯ সংক্রমণ পরবর্তীকালেও আরও বাড়তে পারে সেই আশঙ্কাতে জুলাই মাসেও বন্ধ থাকবে স্কুল।

Partha Chatterjee | newsfront.co
ফাইল চিত্র

এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফল বেরোলেও স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ভর্তি করা হবে তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ সাংগঠনিক কর্মীসভার আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের

এদিন শিক্ষামন্ত্রী বলেন, “জুলাই মাসেও স্কুল খুলবে না। সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কাতই এহেন সিদ্ধান্ত নিয়েছি আমরা। নতুন শিক্ষাবর্ষ নিয়ে আলোচনা করার মতো সময় এখনও আসেনি। এখন আমরা নিজেরাই জানি না কী অবস্থায় রয়েছি।

স্বাভাবিক না হলে নতুন শিক্ষাবর্ষ চালু করব কীভাবে? মাধ্যমিকের রেজাল্ট যদি আগস্টের ১৫ তারিখের মধ্যে বের করার চেষ্টা করি, তাহলেও ৪৫ দিনের মত সময় লাগবে। রেজাল্ট যদি বেরও হয় স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ভর্তি করা যেতে পারে সেটা এই মুহুর্তে চিন্তার মধ্যে নেই। সময় আসলে তা নিয়ে চিন্তা করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here