সোমবার থেকে মুম্বইয়ে খুলছে স্কুলের দরজা

0
59

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই মুম্বইয়ে ৪ অক্টোবর অর্থাৎ আগামী সোমবার থেকে খুলছে স্কুলের দরজা। তবে বাণিজ্যনগরীতে স্কুল খুললেও আপাতত শুরু হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন। এমনটাই জানিয়েছেন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর কমিশনার ইকবাল চাহাল।

Schools reopening

মুম্বইয়ের কোন এলাকায় সংক্রমণের হার কত, তা খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আপাতত অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা স্কুল যেতে পারবে। এভাবে কিছুদিন স্কুল চলার পর পরিস্থিতি অনুযায়ী পুজোর পর নভেম্বর থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মুম্বইয়ের যে স্কুলগুলিকে করোনা টিকাকেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেই সব টিকাকেন্দ্রগুলিকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশিকায় জানিয়েছেন ইকবাল চাহাল।

আরও পড়ুনঃ এবার মিড-ডে মিল হবে পুষ্টিকর, ‘প্রধানমন্ত্রী পোষণ’ প্রকল্পে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রীসভার

এদিকে, দীপাবলির পর কলেজ-বিশ্ববিদ্যালয় খোলারও ভাবনাচিন্তা করছে দিল্লির কেজরিওয়াল সরকার। কোভিড বিধি মেনে ধাপে ধাপে খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। করোনা টিকা নেওয়া থাকলে তবেই পড়ুয়ারা কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here