ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখড়িয়াল সম্প্রতি এক টিভি শোয়ে জানান যে করোনা প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে দেশব্যাপী বন্ধ স্কুল খুলবে আগস্ট মাসের পর।
মে মাসের শেষের দিকে ভাবা হয়েছিল যে জুলাই থেকে শতকরা ৩০ শতাংশ ছাত্র-ছাত্রী নিয়ে স্কুল খোলা হবে। অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা বাড়িতেই থাকবে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রীন ও অরেঞ্জ জোনে স্কুল খোলা হবে। প্রয়োজনে দুটো শিফটে ক্লাস হবে।
কিন্তু দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে
স্কুল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন:স্কুল কলেজ খোলার কোনো অনুমতি দেওয়া হয়নিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ,অভিভাবক অভিভাবিকারা এ ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন। তারপরেই গত ৩রা জুন এক ইন্টারভিউয়ে কেন্দ্রীয়়় মানবসম্পদ উন্নয় মন্ত্রী জানান যে আগস্ট মাসের পর স্কুল খুলবে।
অন্যদিকে সিবিএসসি, আইসিএসই/আইএসসি পরীক্ষা শুরু হবে ১লা জুলাই থেকে। এছাড়াও নিট জেইই পরীক্ষাও জুলাই মাসে হওয়ার কথা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584