বিশ্বে প্রথম, মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে স্কটল্যান্ড সরকার

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিশ্বে প্রথম, সব বয়সের মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়া হবে স্কটল্যান্ডে। মঙ্গলবার ওই দেশের পার্লামেন্টে সর্বসম্মত ভাবে এই আইন পাশ করল সরকার। পিরিয়ড সামগ্রী আইনের অন্তর্গত স্কটিশ সরকার দেশজুড়ে একটি কর্মসূচি আনবে, যেখানে স্থানীয় প্রশাসন মহিলাদের জন্য স্যানিটারি প্যাড বিনামূল্যে দেবে। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, সব বয়সী মহিলাদের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।

Sanitary Pads | newsfront.co
প্রতীকী চিত্র

ওষুধের দোকান থেকে শুরু করে ক্লাবগুলিতে, কমিউনিটি সেন্টার-সহ ওই দেশের সর্বত্র বিনামূল্যে স্যানিটারি সামগ্রী পাবেন মহিলারা। ৮৭ লক্ষ পাউন্ড খরচে এই কর্মসূচি ২০২২ পর্যন্ত নেওয়া হয়েছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়েও পড়ুয়াদের জন্য স্যানিটারি প্যাড বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ দিল্লিতে বোরখা পরে এলোপাথারি গুলি চালাল গ্যাংস্টারের বোন

গত ২০১৯ সালের এপ্রিল মাসে স্কটিশ লেবারের স্বাস্থ্য মুখপাত্র মনিকা লেনন পার্লামেন্টে এই বিল এনেছিলেন। দেশে ঋতুস্রাব জনিত সমস্যা থেকে মহিলাদের পাশে দাঁড়াতে সবার জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাডের কথা বলেছিলেন মনিকা। সেই লক্ষ্যেই এবার আইন পাশ হল পার্লামেন্টে।

আরও পড়ুনঃ প্রাপ্তবয়স্ক মহিলা স্বেচ্ছায় যেখানে ইচ্ছা, যার সঙ্গে খুশি থাকতে পারেনঃ দিল্লি হাইকোর্ট

দ্য গার্ডিয়ানকে মনিকা জানিয়েছেন, এই ঐতিহাসিক আইন পাশের পর ঋতুমতী মহিলাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। এই নয়া আইনের ভূয়সী প্রশংসা করেছে বিভিন্ন নারী সুরক্ষা ও অধিকার সংগঠনগুলি। শুধু তাই নয়, রাজনীতিবিদরাও এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here