করোনামুক্ত হয়ে মাথাভাঙার মহকুমা শাসক স্ব- মহিমায়

0
44

মনিরুল হক, কোচবিহারঃ

লকডাউন চলাকালীন করোনা মোকাবিলায় নিজের কাঁধে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হন আইএস অফিসার তথা মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব। তার পরেই বেশ কিছুদিন নিজেই হোম আইসোলেশন ছিলেন। তবুও ঘরে বসেই প্রশাসনিক কাজকর্ম সামলেছেন তিনি।

police | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু ময়দানে নামতে পারেননি। গতকাল তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় মাথাভাঙা শহরে লকডাউন কার্যকর করতে লাঠি হাতে নিয়ে বেড়িয়ে পড়লেন মহকুমা শাসক।এদিন তিনি মাথাভাঙা শহরে বিনা প্রয়োজনে রাস্তায় নামা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার পাশাপশি মাথাভাঙা সূটুঙ্গা নদীর তীরে মাছ ধরতে আসা মানুষকেও সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিতে উদ্যোগী হয়েছেন।

man | newsfront.co
মহকুমা শাসক ৷ নিজস্ব চিত্র

করোনা মোকাবিলায় মাথাভাঙা শহরে বহু উদ্যোগ গ্রহন করেছিলেন এই মহকুমা শাসক। করোনা আক্রান্ত হয়েও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সাধারণ মানুষকে সচেতন করেছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন।
করোনাতে আক্রান্ত হয়ে সেফ হোম থাকার পর করোনা মুক্ত হয়ে পুনরায় করোনা সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে রাস্তায় নামলেন মহকুমা শাসক জিতিন যাদব।

আরও পড়ুনঃ করোনার দাপটে বন্ধ মেদিনীপুর পুরসভা

ফিল্মি কায়দায় মহকুমা শাসকের অভিযান চালিয়ে যাওয়া দেখে অনেককেই দৌড়ে গিয়ে বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছে। মাথাভাঙা মহকুমা শাসক জিতিন যাদবের কাজে ভূয়সী প্রশংসা করেছে মাথাভাঙার সমস্ত সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here