শ্যামল রায়, কালনাঃ
দীর্ঘদিন ধরে কালনা মহকুমা এলাকায় রেশন ডিলারদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসছিল গ্রাহকদের তরফ থেকে। অভিযোগ পেয়ে কালনা মহকুমা শাসক রেশন ডিলারের দোকানে অভিযান চালান এবং রেশন ডিলারকে শোকজ ও জরিমানা করেন।
সোমবার রেশন দোকানে অভিযানের পর তিনি গ্রাহকদের জন্য হোয়াটস অ্যাপ চালু করে দিলেন। মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি জানিয়েছেন যে রেশন ডিলারদের নানান ধরনের দুর্নীতির অভিযোগ আসছিলো আমার কাছে। এখন থেকে গ্রাহকরা রেশন সংক্রান্ত যে কোন অভিযোগ হোয়াটস অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। এর ফলে রেশন সংক্রান্ত কোন সমস্যা থাকবে না।
মহকুমা শাসক এও জানিয়েছেন যে মহকুমা জুড়ে রয়েছে২৭৭ টি রেশন ডিলার। এরমধ্যে গ্রাহকসংখ্যা রয়েছেন ১১ লক্ষ ১৯ হাজার ৭৭৩জন। গত এপ্রিল মাসে সাত জন এবং মে মাসে ২৫ জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। এছাড়াও ১৪ জন রেশন ডিলারকে ৩ লক্ষ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুনঃ করোনার কবলে আইসিএমআর-এর ঊর্ধতন বিজ্ঞানী
মহকুমায় আইসিডিএস সেন্টার রয়েছে ১১৯২ টি। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৭৭টি। ছাত্র-ছাত্রী সংখ্যা ৬৬৯২৭টি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬৪টি । ছাত্র-ছাত্রী সংখ্যা ৪৫৯৭৫জন। মিড ডে মিল সম্পর্কে যে কোন বিষয় অভিযোগ জানাতে হলে কন্ট্রোল রুম খোলা হয়েছে। একদিকে কন্ট্রোলরুম অন্যদিকে হোয়াটস অ্যাপে নানান ধরনের অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা। সেইসাথে মিড ডে মিল সংক্রান্ত যেকোন বিষয়ে কন্ট্রোল রুমে অভিযোগ দায়ের করতে পারবেন। এর ফলে গ্রাহকদের মধ্যে বইছে খুশির হাওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584