শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আনলক ফোর পর্যায়ের পর ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আনলক ফাইভ। তবে করোনা কালে রাস্তাঘাটে সাধারণ মানুষের সংখ্যা কম থাকার মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রো সম্প্রসারণ সংক্রান্ত কাজ সেরে নিতে চায় মেট্রো কর্তৃপক্ষ।
সেই কারণে অক্টোবরের শুরুতেই তিন দিন সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুলে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ২, ৩ ও ৪ অক্টোবর বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল।
আরও পড়ুনঃ নিউ নর্মাল পরিস্থিতিতে দুর্গাপুজো, গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার
২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটি। ৩ অক্টোবর শনিবার এবং ৪ অক্টোবর রবিবার। তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই সময়ে শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকলে বিকল্প কোন রাস্তা দিয়ে মৌলালির দিক থেকে শ্যামবাজারমুখী এবং শ্যামবাজার থেকে মৌলালি মুখী গাড়ি চলাচল করবে তাও জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ আরও ৮ টি নতুন রেক পেতে চলেছে শিয়ালদহ ডিভিশন
প্রসঙ্গত, শিয়ালদহ বিগ বাজারের পাশে দীর্ঘদিন ধরেই মেট্রোর কাজ চলছে। এবার ব্রিজের নীচ দিয়ে লাইন পাতার কাজ সেরে ফেলতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই ওই নির্দিষ্ট সময় বেছে নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584