৭ থেকে ১৫ জানুয়ারি অবধি প্রতিদিন চলবে শিয়ালদহ-লালগোলা স্পেশাল

0
2386

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আর কিছুদিনের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। আসন্ন এই গঙ্গাসাগর মেলার জন্য যাত্রীদের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ-লালগোলা স্পেশাল ট্রেন প্রতিদিন চলবে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই এই সময়ে স্পেশাল এই ট্রেনের মোট ১৮ টি ট্রিপ চালাবে পূর্ব রেল।

Indian Railway | newsfront.co
প্রতীকী চিত্র

আজ, রবিবার শিয়ালদহ-লালগোলা স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হচ্ছে। এদিকে, আগামী ৫ জানুয়ারি মঙ্গলবার গোটা দিনের জন্য অন্ডাল- সাঁইথিয়া-অন্ডাল মেমু ট্রেন বাতিল ঘোষণা করল পূর্ব রেল। কারণ, ওই অন্ডাল-সাঁইথিয়া সেকশনে লিমিট হাইট সাবওয়ে তৈরির কাজ হবে। সেই কারণে, ওই শাখায় বিদ্যুৎ সংযোগ এবং ট্রাফিক বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ বিনয়ের ল্যাপটপ-মোবাইলে গরু পাচারের প্রমাণ মিলেছে দাবি সিবিআইয়ের

অন্যদিকে, ১ জানুয়ারি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব নিয়েছেন মনোজ যোশী। তিনি বর্তমানে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পদে কর্মরত। রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসাবে দায়িত্ব নিয়েছেন পূর্ব রেলের সদ্য প্রাক্তন জেনারেল ম্যানেজার সুনীত শর্মা। নতুন দায়িত্ব পাওয়ার পরই শনিবার মনোজ যোশী পূর্ব রেলের সমস্ত ডিআরএম এবং শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে পূর্ব রেলের সমস্ত চালু কাজের পর্যালোচনা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here