মেট্রো যাত্রীদের জন্য আবারও সুখবর! ডিসেম্বরে চালু হতে পারে নতুন পরিষেবা

0
69

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

মেট্রো যাত্রীদের জন্য আবারও বড় চমক, সাথে বড় সুখবর। চলতি মাস ডিসেম্বর মাসেই চালু হতে পারে, শিয়ালদহ থেকে কলকাতা সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। যদিও চলতি মাসের শেষের দিকে এই পরিষেবা চালু হওয়ার কথা ছিল। এই প্রজেক্টের সাথে জড়িত কর্মকর্তাদের তোড়জোড় এবং কাজের একাগ্রতা দেখে মনে হচ্ছে ২৫ ডিসেম্বর অর্থাৎ বড় দিনের আগেই এই পরিষেবা চালু হতে পারে। আর এটা সত্যিকার অর্থে সম্ভব হলে, বলা যেতে পারে সান্তার কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া উপহার হবে। পাশাপাশি কলকাতার যোগাযোগ ব্যবস্থা অন্যতম এক মাইলফলক ছোঁবে।

kolkata metro

সূত্রের খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার মেট্রো আধিকারিকরা মেট্রো লাইন সহ যাবতীয় সিস্টেম পরিদর্শন করতে আসবে। সিসিটিভি মনিটরিং থেকে শুরু করে সিগন্যালিং, এয়ার কন্ডিশন সিস্টেম, বিদ্যুৎ সরবরাহ সহ যাবতীয় বিষয় গুলি খুঁটিয়ে দেখবে। মেট্রো আধিকারিক, মনোজ জোশি বলেন সর্বদিক থেকে গ্রিন সিগন্যাল পেলেই চলতি মাসেই চালানোর চিন্তাভাবনা আছে আর সেটা না হলে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে মার্চ মাসে শুরু হবে এই পরিবেষা।

আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ, প্রতিবাদে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি ইউনিয়নের

এই রুটে মেট্রো চলাচল করলে সবথেকে বেশি উপকৃত হবে, যারা শিয়ালদহ মেইন বা শিয়ালদহের দক্ষিণ শাখায় যাতায়াত করেন। তাদের কথা মাথা রেখে দ্রুত কাজ শেষ করা হচ্ছে বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here