নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিহারে ভাঙতে চলেছে এনডিএ জোট। জোটের অন্দরের খবর জেডিইউ ও বিজেপির মধ্যে আপাতত আসন রফার কাজ শেষ হয়েছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে যে, বিজেপি ও জেডিইউ দুই দলই ১১৯টি করে আসনে লড়তে সহমত হয়েছে; বাকি ৫টি আসন ছাড়া হচ্ছে জিতানরাম মাঝির হিন্দুস্থানী আওয়াম মোর্চাকে। রাম বিলাস পাসওয়ানের এলজেপিকে আসন ছাড়ার কোনও উল্লেখ নেই।
নীতীশ কুমারের নেতৃত্ব নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছেন এলজেপি নেতা চিরাগ পাসওয়ান। এবারের ভোটে তাঁর নেতৃত্বে লড়তেও অস্বীকার করেছিলেন চিরাগ, কিন্তু, মোদী-শাহ-নাড্ডারা বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে আবারও মুখ করেছেন নীতীশ কুমারকেই। স্বাভাবিক ভাবেই এই ইস্যুতে সুর নরম হয় চিরাগেরও।
আরও পড়ুনঃ সুদের উপর বাড়তি দিতে হবে না, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
তবে, এবারের ভোটে প্রথম থেকেই বেশি আসনে লড়াইয়ের দাবি জানাতে থাকেন চিরাগ পাসওয়ান। দলের নেতা, কর্মীদের উৎসাহে দরকষাকষি চললেও কিন্তু, তাতে খুব একটা সুবিধা না হওয়ায় গত সপ্তাহে দু’বার বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করেন তিনি এবং জানান এনডিএ-তে থেকেই লড়তে চায় এলজেপি।
আরও পড়ুনঃ হাথরাসের গণধর্ষিতার ভিডিও প্রকাশ করে বিপাকে অমিত মালব্য
তবে, এখন সূত্র মারফত উঠে আসছে অন্য কথা। এলজেপিকেই পাল্টা চাপে ফেলতে চাইছে জেডিইউ ও বিজেপি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জেডিইউ-আরজেডি ব্যাতীত বিহারের যাদব ভোটের দাবিদার লোক জনশক্তি পার্টিকে একেবারে দুর্বল করে দিতে চাইছে বিজেপি- জেডিইউ জোট। শেষ পর্যন্ত ঠিক কী হয় তা জানার জন্য আনুষ্ঠানিক ঘোষণা অব্দি অপেক্ষা করতে হবে।
আরও পড়ুনঃ আজ সিভিল সার্ভিস, মোট পরীক্ষার্থী প্রায় ১০ লক্ষ ৫৮ হাজার
এদিকে, শাসক জোটকে পিছনে ফেলে আসন রফা চূডান্ত করে ফেলেছে মহাজোট শিবির। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৪৪টি আসনে ভোটে লড়বে লালুপ্রসাদ যাদবের দল।
কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ৭০টি আসনে। পাশাপাশি তিন বাম দলের জন্য রাখা হয়েছে ২৯টি আসন। এর মধ্যে , সিপিআইএমএল ১৯টি আসনে, সিপিআই ৬টি আসনে,সিপিআই এম ৪টি আসনে লড়বে। বর্তমানে ৮১টি আসন হাতে রয়েছে আরজেডি-র।
করোনা সংক্রমণের কারণে বিহারে বিধান সভা নির্বাচন হবে তিন দফায় । আগামী ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর ভোটগ্রহণ চলবে এবং ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584