ভুটানের পড়ুয়াদের জন্য MBBS কোর্সে আসন সংরক্ষণের ঘোষণা অসম সরকারের

0
73

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ভারতের অন্যতম প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্র ভূটান। বজ্রপাতের দেশ ভুটান একটি শান্তি প্রিয় দেশ। যাদের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক বরাবরই ভালো। সেই সম্পর্ককে আরও মধুর ও মজবুত করে তুলতে উদ্যোগী হয়েছেন অসমের ক্ষমতাসীন বিজেপি সরকার। অসম রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভুটান থেকে MBBS পড়তে আসা পড়ুয়াদের জন্যে দুটি করে আসন সংরক্ষণ করা থাকবে। বর্তমানে অসমে ৮ টি মেডিকেল কলেজ আছে। এই সংরক্ষণ প্রদান করা হবে স্নাতক স্তরের MBBS কোর্সে।

Himant Biswa Sharma
ছবি: টুইটার

সম্প্রতি ভুটানের কনসাল জেনারেল ফুব শেরিং এর সাথে বৈঠক করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই বৈঠকে এমন আলোচনা করা হয় বলে জানান তিনি। তবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় গত সপ্তাহে ঐ বৈঠকের পরে রাজ্যের ক্যাবিনেট মিটিং-এর আলোচনায়। এমন এক বন্ধুত্বসুলভ সিদ্ধান্ত গ্রহণ করে উচ্ছ্বসিত অসমের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, ভুটানে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্বজ জানান, “এমন এক কালজয়ী পদক্ষেপে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ”

বিশেষ ভাবে উল্লেখ্য, অতিমারী করোনাকালে যখন অসমের হাসপাতাল গুলো অক্সিজেন সংকটে ভুগছিলেন তখন লকডাউন উপেক্ষা করে অসমের সমদ্রুপ জংখারে একটি অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করেন ভুটান সরকার। যা অক্সিজেন এর ঘাটতি মেটাতে অনেক সহায়তা প্রদান করেন। তারই প্রতিদান হিসেবে এমন সুফল পেল ভুটান সরকার, এমনটাই বলছেন অনেকে।

আরও পড়ুনঃ কোভিড সংক্রমণ রোধে বুস্টার ডোজ কতটা জরুরি, জানালেন আইসিএমআর প্রধান

এই প্রসঙ্গে বলতে গিয়ে , অসমের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ অনুপ কুমার বর্মন বলেন, রাজ্যের যেকোনো কলেজগুলিতে ভুটানের দুই জন MBBS শিক্ষার্থী ভর্তি হতে পারবেন সংরক্ষণ অনুযায়ী। এর আগেও ভূটানের পড়ুয়াদের জন্য এই কোর্সে একটি আসন সংরক্ষিত ছিল কিন্তু কিছু অজ্ঞাত কারণবশত সেটা বাতিল করা হয়েছিল। তবে বর্তমান অসম সরকারের দ্বারা আবারও সেই সংরক্ষণ সংখ্যা ডবল করে চালু করা হল।

আরও পড়ুনঃ এসএসসি-র নিয়োগে দুর্নীতি মামলায় এখনই সিবিআই তদন্ত নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের

পাশাপাশি অসম সরকার আর একটি সিদ্ধান্ত নিয়েছেন তা হল, এই কোর্সের জন্য যাবতীয় ব্যয়ভার স্কলারশিপ প্রদানের মাধ্যমে বহন করা হবে। তবে এর জন্যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য, পরিবার, কল্যাণমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের অনুমতির প্রয়োজন। এক্ষেত্রে অসম সরকার অনুমতির ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here