নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
কলকাতাতে হতে চলা দ্বিতীয় ডিভিশন আই লিগের সূচি প্রকাশ করলো ফেডারেশন। ৮ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু আর শেষ ১৯ অক্টোবর। পাঁচ দলের হবে এই টুর্নামেন্ট।
উদ্বোধনী ম্যাচে কলকাতার ভবানীপুর এফসি এবং এফসি বেঙ্গালুরু ইউনাইটেড মুখোমুখি যুবভারতীতে। সেই দিনই কল্যাণীতে মহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে গাড়ওয়াল এফসির। প্রথমে ঠিক ছিল কল্যাণীতে সব ম্যাচ হবে দ্বিতীয় ডিভিশন আই লিগের।
কিন্তু সেখানে পর্যাপ্ত হোটেল না থাকায় যুবভারতীতে কিছু ম্যাচ করতে হচ্ছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে কলকাতা পৌঁছবে সব দল। পৌঁছনোর পর তাদের দু’সপ্তাহের জন্যে কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপরে ছয় দিন পর করতে হবে করোনা পরীক্ষা।
আরও পড়ুনঃ একজন ফুটবলারের কাছে ফুটবলই সব- হুঁশিয়ারি আনোয়ারের
ইস্টবেঙ্গল ও মোহনবাগান খেলবে আইএসএলে তাই সকলে আই লিগে মহামেডানকে দেখতে চাইছে। আর এখানে চ্যাম্পিয়ন হতে পারলে মহামেডানের মিলবে আই লিগের প্রথম ডিভিশন খেলার ছাড়পত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584