কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস-এর মধ্যে শুরু হচ্ছে আইপিএল দ্বিতীয় পর্বের ম্যাচ। দুবাই স্পোর্টস গ্রাউন্ড ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আইপিএল ম্যাচ শুরু হবে। উল্লেখ্য, আইপিএলের কারোনা মহামারীর জন্য স্থগিত হয়ে যায় গত মে মাসে করে দেয় আইপিএল কর্তৃপক্ষ। আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরশাহী তে দ্বিতীয় পর্বের বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত করা হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুবাই স্পোর্টস রাউন্ডে ১৫ ই অক্টোবর।
প্রথম পর্বে আইপিএল লিগের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটাল। আট ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তাদের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট। সিএসকে ও আরসিবির পয়েন্ট সমান হলেও রান রেটে তৃতীয় আরসিবি।
আরও পড়ুনঃ বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে গেল ভারত
আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিং। শেষ সাক্ষাৎ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে পরাজিত করে। সেস্কি প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ২১৮ রান করে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স কুড়ি ওভারে ছয় উইকেটে ২১৯ রান তুলে নেয়। ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড ৩৪ বলে ৮৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ানসকে জিতিয়ে দেন এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। সিএসকের হয়ে আম্বাতি রাইডু ২৭ বলে ৭২ রান করেন ও সাম কারেন ৩ টি উইকেট দখল করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584