নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
হাজির দ্বিতীয় প্রোমো। হ্যাঁ, কথা হচ্ছে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’ নিয়ে। আগেই দেখা গিয়েছে দুওরানির ভূমিকায় থাকছেন সুদীপ্তা রায়। বেশ অনেকদিন পর টেলিভিশনে ফিরছেন তিনি।
দর্শকের আগ্রহ ছিল তা হলে সুওরানির ভূমিকায় দেখা যাবে কাকে? অবশেষে আগ্রহ মেটাতে দ্বিতীয় প্রোমোতেই ধরা দিলেন সুওরানি। এই ভূমিকায় দেখাব যাবে শ্রীতমা রায়চৌধুরীকে। আবারও নেগেটিভ রোলে শ্রীতমা। আর রাজার চরিত্রে প্রোমোতে দেখা যাচ্ছে সুমন দে-কে।
তা হলে কি শেষ হচ্ছে ‘নকশিকাঁথা’? ‘ক্ষীরের পুতুল’ কি আসবে সেই স্লটেই? এখনও তার কোনও আঁচ মেলেনি। হয়ত এতদিনে মিলে যেত, করোনার কবলে ওলটপালট হয়ে গেল সবকিছু। বন্ধ রয়েছে শুটিং। তাতে কোনটা কখন আসছে, কোনটা শেষ হচ্ছে তা জানতে বিলম্ব তো হওয়ারই কথা।
আরও পড়ুনঃ বাসন মাজছেন ঘরবন্দি ক্যাটরিনা!
তবে হ্যাঁ, নকশিকাঁথা ধারাবাহিকের কাহিনি যেদিকে এগোচ্ছে তাতে যশের জীবন এসে ঠেকেছে অন্তিমলগ্নে। যশ না থাকলে কার জন্য লড়াই করবে রোহিনী আর শবনম? তাতেই খানিকটা আন্দাজ করা যায় শেষ হতে পারে ধারাবাহিকটি।মূল চরিত্রে একইসঙ্গে দুটি ধারাবাহিকে অভিনয় করা সম্ভব নয় কারোই। এবং সেটা হয়ও না টেলিভিশনে।
আরও একটি দিকের কথা এই প্রসঙ্গে না তুললে চলে না, ফের সুমন আর শ্রীতমা ধরা পড়বেন এক ফ্রেমে। এর আগে স্টার জলসার ‘বধূবরণ’ ধারাবাহিকে অভ্র আর ঝিলমিলের চরিত্রে ধরা দিয়েছিলেন তাঁরা। আরও একবার স্বামী-স্ত্রী’র চরিত্রে দেখা যাবে তাঁদের। দিব্য মানায় এঁদের।
আরও পড়ুনঃ লকডাউনে ঘরে বসে দেখুন ত্রিকোণ প্রেমের গল্প
এই ধারাবাহিকেও নেগেটিভ রোলে দেখা যাবে শ্রীতমাকে। মাসকয়েক আগে ‘শুভদৃষ্টি’ ধারাবাহিকে ধরা দিয়েছিলেন শ্রীতমা। সেখানেও নেগেটিভ ছিলেন তিনি।
এরপর ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকেও নেগেটিভ রোলে ছিলেন শ্রীতমা। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এখানেও শ্রীতমা খেল দেখাবেন- বলাই বাহুল্য। তবে, ‘বাবা লোকনাথ’ ধারাবাহিকে মা কালীর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এমনকী ওয়েব সিরিজেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন শ্রীতমা।
আরও পড়ুনঃ লকডাউনে গৃহবন্দী স্পেনবাসীকে বিনোদন দিতে গীটার হাতে স্প্যানিশ পুলিশ
আর সুমন তো বরাবরই নিপাট ভাল মানুষের চরিত্রে থাকেন। তবে, নেগেটিভও করেছেন তিনি ‘মেমবউ’ এবং ‘চিরসাথী’ ধারাবাহিকে। নেগেটিভ হোক বা পজিটিভ- দুই ক্ষেত্রেই সমান সাবলীল সুমন।
অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’ অবলম্বনে এই ধারাবাহিক ছোটদেরও মন ভরাবে। থ্রিডির ব্যবহার থাকবে এই ধারাবাহিকে। বাকিটা বলবে সময়। সম্প্রচারের দিনক্ষণ জানার জন্য অপেক্ষাই সম্বল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584