নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার থেকে ট্রেন ছাড়ার আধঘন্টা আগেই তৈরি হবে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট। এর আগে ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে এই চার্ট প্রকাশ করা হত। এবার সংরক্ষিত শ্রেনীর দ্বিতীয় তালিকা তৈরির ক্ষেত্রে করোনা-পূর্ব সময়েই ফিরছে রেল।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী
করোনা পরিস্থিতিতে আগামী ১০ অক্টোবর থেকে রেলের আসন সংরক্ষণ প্রক্রিয়া পরিবর্তন হচ্ছে। মঙ্গলবার এই ঘোষণা করেছে রেল বোর্ড। ভারতীয় রেলওয়ের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, করোনা অতিমারীর সূচনা হওয়ার আগে আসন সংরক্ষণের প্রথম তালিকা ট্রেন ছাড়ার কমপক্ষে চার ঘণ্টা আগে প্রকাশ করা হত।
এর পিছনে মূল কারণ ছিল, অসংরক্ষিত অতিরিক্ত আসন অনলাইনে আগে এলে আগে পাওয়ার ব্যবস্থা করা যা দ্বিতীয় চার্টে প্রকাশ করা হত।
আরও পড়ুনঃ বালুরঘাটে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের অবস্থান বিক্ষোভ
রেলের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ‘রেলযাত্রীদের সুবিধায় বিভাগীয় রেলের অনুরোধ বিবেচনা করে ঠিক হয়েছে যে, ১০ অক্টোবর থেকে রেলে আসন সংরক্ষণের দ্বিতীয় চার্ট ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে প্রকাশ করা হবে। এই ব্যবস্থায় অনলাইন ও পিআরএস কাউন্টারের মাধ্যমে দ্বিতীয় চার্ট প্রকাশের আগে আসন সংরক্ষণ করা যাবে। এই প্রক্রিয়া চালু করার জন্য সিআরআইএস সফ্টওয়্যারে পরিবর্তন ঘটানো হচ্ছে।’
আগের ব্যবস্থায়, ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে থেকে ৫ মিনিট আগে পর্যন্ত সংরক্ষিত আসন তালিকাযুক্ত দ্বিতীয় চার্ট প্রকাশ করা হত। এই ব্যবস্থায়, অগ্রিম সংরক্ষিত আসন বাতিলও করা যেত এই সময়কালের মধ্যে। পরে অতিমারীর জেরে সময় বাড়িয়ে ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে দ্বিতীয় চার্ট প্রকাশ করার ব্যবস্থা হয়।
১০ অক্টোবর থেকে আবার আগের মতোই ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে প্রস্তুত করা হবে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট। সেইমতোই সংরক্ষিত শ্রেনীর দ্বিতীয় যাত্রী তালিকা তৈরির আগে সংশ্লিষ্ট ট্রেনের টিকিট বুকিং পরিষেবাও চালু থাকবে। সমস্ত রেলওয়ে জোনের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারদের এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন রেল বোর্ডের ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিং শেলী শ্রীবাস্তব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584