দ্বিতীয়বার বেলারুশে শান্তি আলোচনায় বসেছে যুযুধান দুই দেশের প্রতিনিধিরা, যুদ্ধ বিরতি চায় ইউক্রেন

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

এক সপ্তাহ অতিক্রান্ত কিন্তু রাশিয়া- ইউক্রেন যুদ্ধের উত্তাপ কমার কোন লক্ষণ নেই। খারকিভ ও কিয়েভ-সহ ইউক্রেনের শহরগুলিতে মুহুর্মুহু চলছে রুশ বাহিনীর বোমা, গুলি বর্ষণ ও মিসাইল হানা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বেলারুশে দ্বিতীয়বার শান্তি আলোচনায় বসলেন দুই দেশের প্রতিনিধিরা রাশিয়ার বিদেশমন্ত্রক এদিন এক টুইটে জানিয়েছে, “বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। আমরা আশা করছি এবার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ডোনবাস অঞ্চলে শান্তি ফিরবে ও ইউক্রেনের সমস্ত মানুষ আবারও শান্তিপূর্ণ জীবনে ফিরে যাবে।”

Ukraine Russia
দ্বিতীয়বার শান্তি আলোচনায় ইউক্রেন ও রাশিয়া, ছবিঃ টুইটার

অন্যদিকে ইউক্রেনে বসবাসকারী রুশ নাগরিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব পাশ করল ইউক্রেনের পার্লামেন্ট। এবং রুশ সেনার আগ্রাসন প্রতিহত করতে দেশের নাগরিকদের গেরিলা যুদ্ধ শুরু করার ডাক দিয়েছে জেলেনস্কি সরকার। শোনা যাচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে পারে আমেরিকাও। ইটালি, জার্মানি-সহ ন্যাটোর সামরিক ঘাঁটিগুলিকে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন এমনটাই সংবাদমাধ্যম সূত্রের খবর।

ইতিমধ্যেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসন দখল করে নিয়েছে রুশ সেনা। তাদের পরবর্তী লক্ষ্য ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসা দখল করা। গত সপ্তাহে রাজধানী কিয়েভে রুশ সেনাবাহিনী ঢুকে পড়লেও এখনও পর্যন্ত কিয়েভ তাদের দখলে আসেনি। বিশ্লেষকদের মতে, এখনও কিয়েভ দখল করতে না পারায় চাপে পড়েছেন পুতিন। তাই লড়াই চললেও শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে মস্কো। সূত্রের খবর, যুদ্ধবিরতি চায় ইউক্রেন।

আরও পড়ুনঃ ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here