লর্ডস টেস্টে চালকের আসনে ভারত

0
66

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

লর্ডস টেস্টে শতরান কে এল রাহুলের। প্রথম দিনের শেষে কে এল রাহুল অপরাজিত ১২৭ করেন ১২ টি চার ও একটি মাত্র ৬-এর সাহায্যে।

K L Rahul
ছবি: সংগৃহিত

ভারত ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে লর্ডসে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ভারত ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলেছে। বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে ইংল্যান্ড বল করার সিদ্ধান্ত নেয়। ভারত প্রথম উইকেটের জুটিতে রোহিত ও রাহুল ১২৬ রান করেন। কিন্তু রোহিত শর্মা ৮৩ রানে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার পর পুজারা ৯ রানে আউট হন। পরপর দুই উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে যায়।

অধিনায়ক বিরাটকে সঙ্গে নিয়ে রাহুল তৃতীয় উইকেটে ১১৭ রান স্কোর বোর্ডে যোগ করেন। বিরাট কোহলি ব্যক্তিগত ৪২ রানে রবিনসনের বলে আউট হন। দিনের শেষে কে এল রাহুল ১২৭ ও অজিঙ্কে রাহানে ১ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন দুটি ও রবিনসন একটি উইকেট পান।

আরও পড়ুনঃ দিল্লিতে টোকিও অলিম্পিক্সে পদক জয়ীদের বিশেষ সম্মান

লর্ডস টেস্টে ভারত শার্দুল ঠাকুর পরিবর্তে ইশান্ত শর্মাকে দলে নেওয়া হয়েছে।ইংল্যান্ড দলের জ্যাক ক্ৰালি ,ক্রিস ব্রড ও লরেন্সের বদলে মঈন আলী ও হাসিব হামিদ ও মার্ক উডকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here