ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংস্কৃতির জন্য সবচেয়ে বড় বিপদঃ যোগী আদিত্যনাথ

0
148

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

যাঁরা নিজেদের স্বার্থের জন্য মানুষকে বিভ্রান্ত করছেন এবং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তাঁদের রেয়াত করা হবে না। ধর্মনিরপেক্ষতার চরম বিরোধী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাজেও তার প্রমাণ রেখেছেন তিনি। শনিবার অযোধ্যা রিসার্চ সেন্টারের একটি অনুষ্ঠানে এসে যোগী বলেন, ধর্মনিরপেক্ষতা বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতির জন্য বড় বিপদ। যাঁরা নিজেদের স্বার্থের জন্য মানুষকে বিভ্রান্ত করছেন এবং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তাঁদের রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি।

Yogi Adityanath | newsfront.co
ফাইল চিত্র

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এও আবেদন করেন, নোংরা সাম্প্রদায়িকতার জন্য দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট না করতে। যাঁরা টাকার বিনিময়ে মিথ্যা অপপ্রচার করছেন, তাঁদের জবাব পেতেই হবে। এদিন অযোধ্যা রিসার্চ সেন্টারের উদ্যোগে তৈরি রামায়ণের গ্লোবাল এনসাইক্লোপিডিয়ার উদ্বোধন করেন যোগী। সেখানে তিনি বলেন যে একইসঙ্গে অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ এই গ্লোবাল এনসাইক্লোপিডিয়ার উদ্বোধনকে আরও মহিমান্বিত করেছে।

আরও পড়ুনঃ বিজেপি মন্ত্রীর যৌন কেলেঙ্কারি সংক্রান্ত সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি আদালতের

যাঁরা হিন্দু ধর্ম নিয়ে প্রশ্ন করে তাঁদের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, কাম্বোডিয়ার আংকরভাট মন্দির এক বৌদ্ধ ভিক্ষুক খুঁজে পেয়েছিলেন এবং ওই বৌদ্ধ ভিক্ষুক এটাও বিশ্বাস করেছিলেন যে হিন্দু ধর্ম থেকেই বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছে। তিনি মানুষের কাছে আবেদন করেন, রামায়ণ, শ্রীরাম এবং ভারতের উপর যাঁর আস্থা আছে তাঁরা যেন এই গ্লোবাল এনসাইক্লোপিডিয়ার উদ্বোধনে অংশ নেন।

আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত ১২২জন সিমি সদস্যকে মুক্তি দিল আদালত

তাঁর মতে, এই রামায়ণের এনসাইক্লোপিডিয়া মানুষকে অযোধ্যা সম্পর্কে আরও গভীর ভাবে জানতে সাহায্য করবে। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটাতে সাহায্য করবে বলেও দাবি করেন তিনি। এই রামায়ণের প্রথম সংস্করণ ইংরাজিতে প্রকাশিত হয়েছে। নকশা তৈরি করেছে আইআইটি খড়গপুর। আগামী মাসে হিন্দি এবং তামিল ভাষাতেও সংস্করণ প্রকাশিত হবে। তারপর একে একে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আসবে এই বিশেষ রামায়ণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here