রাজনাথের সভা, নিরাপত্তা নিয়ে বৈঠক এনএসজি কমান্ডোর

0
116

মনিরুল হক, কোচবিহারঃ

Security meeting NSG commando
নিজস্ব চিত্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংয়ের সভার নিরপত্তা নিয়ে সভাস্থলে জরুরি বৈঠক করলেন এনএসজি কমান্ডো অমন দ্বীপ সিং। আগামী কাল ফালাকাটার সভা সেরে মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাড়ডুবির সভায় যোগ দেবেন রাজনাথ সিং।

ওই সভার আগে এদিন পুলিশ, দমকল, বিদ্যুৎ দফতরের আধিকারিক ও বিজেপির কোচবিহার জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রীর নিরাপত্তা আধিকারিক ওই এনএসজি কমান্ডো। সভাস্থলের পাশেই তৈরি করা হচ্ছে হ্যালিপ্যাড। হেলিকপ্টারে এসে সেখানে নেমে কিভাবে সভাস্থলে পৌঁছাবেন।

আরও পড়ুনঃ মালদহে অমিত শাহের সভার পাল্টা সভায় আয়োজন করছে তৃণমূল

নিজস্ব নিরাপত্তা ছাড়াও পুলিশের কি ধরণের ব্যবস্থা থাকবে? অন্ধকার নেমে আসলে আলোর ব্যবস্থা কি হবে? সমস্ত দিকে নিয়ে সেখানে আলোচনা হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পরে বিজেপির কোচবিহার জেলা প্রাক্তন সভাপতি নিখিল রঞ্জন দে বলেন, “প্রধানমন্ত্রীর পরেই স্বরাষ্ট্র মন্ত্রী। কাজেই তাঁর সভায় নিরাপত্তা জোরদার হবে। স্বরাষ্ট্র মন্ত্রীর নিজস্ব নিরাপত্তা আধিকারিক এনএসজি কমান্ডো পুলিশ, দমকল। বিদ্যুৎ দফতরের আধিকারিক ও আমাদের নিয়ে বৈঠক করে সমস্ত নির্দেশিকা দিয়ে গেলেন। আমরা সেই ভাবে সভার প্রস্তুতি নিতে চলেছি।”

৮ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। সেই সভার প্রস্তুতি সভা করতে আগামী কাল ফালাকাটা ও কোচবিহারের মাথাভাঙায় সভা করবেন রাজনাথ সিং। বিজেপি নেতৃত্ব প্রথমে মাথাভাঙা শহরে ওই সভা করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল। কিন্তু শহরের কোন মাঠে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাড়ডুবি এলাকায় দলীয় দুই কর্মীর ২০ বিঘা জমিতে ওই সভা করতে হচ্ছে।

গ্রামাঞ্চলে চাষের জমিতে ওই সভার প্রস্তুতি নিতে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্বকে অনেকটাই কাঠখড় পোড়াতে হচ্ছে বলে তাঁদের অনেকেই জানিয়েছেন। বিজেপি নেতা নিখিল রঞ্জন দে বলেন, “ আমরা চেয়েছিলাম মাথাভাঙা শহরের মাঠে সভা করতে। কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার বারবার আমাদের সভার অনুমতি দেওয়া নিয়ে সমস্যা করছে। এখেত্রেও তাই হয়েছে। সেই কারণেই পাড়ডুবির এই গ্রামে সভা করতে বাধ্য হতে হয়েছে আমাদের।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here