মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
হরিয়ানায় ডেপুটি স্পিকারের গাড়িতে হামলার অভিযোগে আন্দোলনকারী ১০০ জন কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু করেছে পুলিশ। ১১ জুলাই ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিরসায়। সেদিনই ওই কৃষকদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করে পুলিশ।
অবশেষে বৃহস্পতিবার জানা গেছে, দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। কেবল দেশদ্রোহিতার অভিযোগই নয়, কৃষক নেতাদের বিরুদ্ধে হরিয়ানার ডেপুটি স্পিকার তথা বিজেপি নেতা রণবীর গাঙ্গোয়ারকে খুনের চেষ্টা করারও অভিযোগ রয়েছে। এ দিন সুপ্রিম কোর্টে আইন সংক্রান্ত পর্যবেক্ষণের পর এই খবর প্রকাশ্যে আসে।
গতকাল, বুধবারই আন্দোলনে অংশগ্রহণকারী অন্যতম সংগঠন ‘সাম্যযুক্ত কিষান মোর্চা’র তরফে জানানো হয় কৃষকদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ‘মিথ্যে ও মনগড়া’। আদালতে তারা এই অভিযোগের জবাব দেবে বলেও সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়। বিবৃতি জারি করে সংযুক্ত কিষাণ মোর্চা দাবি করেছে, কৃষক নেতা হরচরণ সিং ও প্রহ্লাদ সিং-সহ ১০০ জনকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিশ। তাঁদের দাবি, সিরসায় হরিয়ানার ডেপুটি স্পিকার রণবীর গাঙ্গোয়ারের সামনে আন্দোলন করছিলেন তাঁরা।
আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রধান বিচারপতি
বেশ কিছুদিন ধরেই হরিয়ানার কৃষক আন্দোলন ঘিরে নানা অশান্তির সৃষ্টি হচ্ছে। বহু জায়গাতেই পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষের কথা জানা গেছে। হরিয়ানায় কৃষকরা সাফ জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে বিজেপি জননায়ক জনতা পার্টির সরকারকে কোনও জনসমাবেশ করতে দেবেন না তাঁরা।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী দেশে বেড়েছে স্কুলে ভর্তির হার, উন্নতি পরিকাঠামোর
সম্প্রতি কৃষকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেছিলেন, “তাঁরা আমাদের যতই উসকানি দিক, আমরা শান্ত থেকেছি। কারণ তাঁরা আমাদের নিজেদের হরিয়ানার মানুষ। কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। সেই সীমা অতিক্রম করলে তা কারোর জন্যই ভাল হবে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584