ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
লাক্ষাদ্বীপের করোনা পরিস্থিতি নিয়ে এক মালায়ালাম টিভি চ্যানেলের আলোচনায় মন্তব্যের সূত্র ধরে বিজেপির অভিযোগের ভিত্তিতে চলচ্চিত্র নির্মাতা আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করল পুলিশ। তার বিরুদ্ধে ১২৪ এ ধারায় ‘দেশদ্রোহিতা’ ও ১৫৩ বি ধারায় ‘হেট স্পিচ’এর মামলা দায়ের হয়েছে।
অনুষ্ঠান চলাকালীন আয়েশা নাকি মন্তব্য করেন ‘কেন্দ্র সরকার লাক্ষাদ্বীপের মানুষের উপরে করোনা ভাইরাসকে ‘জৈব অস্ত্র’ হিসেবে প্রয়োগ করছে’। অভিযোগ বিজেপির লাক্ষাদ্বীপ ইউনিট প্রেসিডেন্টের। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা।
বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধি চালু থাকায় দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও প্রায় বছর খানেক লাক্ষাদ্বীপ কোভিড শূন্য ছিল। কিন্তু গত ডিসেম্বরে এই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসক হিসাবে প্রফুল প্যাটেল দায়িত্ব গ্রহণের পর সেই করোনা বিধিতে(SOP) পরিবর্তন আসে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় ৯ হাজারের গন্ডি।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে খারিজ মিঠুন চক্রবর্তীর আবেদন
ইতিমধ্যে আয়েশার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়েরের ঘটনায় নিন্দা প্রকাশ করে লাক্ষাদ্বীপ সাহিত্য সঙ্ঘ সাংবাদিক সম্মেলনে দাবি করে যে আয়েশা শুধুমাত্র লাক্ষাদ্বীপ প্রশাসকের ‘অমানবিক’ পদক্ষেপের কথা তুলে ধরেন। আলোচনা সভায় সাধারণ মন্তব্যের ভিত্তিতে দেশদ্রোহিতার মামলা দায়ের করা নিন্দনীয় বলে মত সঙ্ঘের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584