তালিবান নিয়ে বিতর্কিত মন্তব্য, সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা

0
58

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক : তালিবানের দখলে আফগানিস্তান। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছে আফগানবাসী। ট্রেনে নয়, প্লেনে ঝুলন্ত অবস্থায় উড়ে যাচ্ছে সেদেশের বাসিন্দারা। একদিকে আফগানিস্তানের এই হৃদয়বিদারক দৃশ্য কাঁদাচ্ছে গোটা বিশ্বকে, অন্যদিকে তখন আফিগানিস্তানের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানাচ্ছে তালিবান। সেদেশের সঙ্গে আর সখ্যতা রাখবে কি রাখবে না, তা নিয়ে দোলাচলে ভারত সরকার। এমন সময় যোগীরজ্যের সমাজবাদী পার্টির সাংসদ ডাঃ শফিকুর রহমান বার্কের বিরুদ্ধে তালেবানের সমর্থনে বিবৃতি দেওয়ার অভিযোগ উঠল। রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে সাংসদের বিরুদ্ধে। ওই মামলাটি সম্ভল সদর কোতোয়ালিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ১২৪-এ, ২৯৫-এ ধারায় নথিভুক্ত করা হয়েছে।

উত্তরপ্রদেশের সম্ভলের সমাজবাদী পার্টির (সপা) সাংসদ ডাঃ শফিকুর রহমান বার্ক সাংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তালিবানরা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং আফগান জনগণ তাদের নেতৃত্বে স্বাধীনতা চায়। এছাড়াও তালিবানদের সমর্থনে ডাঃ শফিকুর রহমান বার্ক বলেন, ‘ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন আমাদের দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছিল। এখন তালিবানরা তাদের দেশকে স্বাধীন করতে চায়। এতে তালিবানের কোনও অপরাধ নজরে আসছে না। তালিবান হচ্ছে সেই শক্তি যা রাশিয়া ও আমেরিকার মতো শক্তিশালী দেশগুলোকে তাদের দেশে বসতি স্থাপন করতে দেয়নি।’ এখানেই বক্তব্য শেষ করেননি সাংসদ। তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের স্বাধীনতা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমেরিকা কেন আফগানিস্তানকে শাসন করবে? তালিবান সেখানে একটি শক্তি যা আফগানিস্তানকে স্বাধীন করেছে, আর আফগান জনগণ তাদের নেতৃত্বে স্বাধীনতা চায়।’

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, তালিবানের সমর্থনে সাংসদ ডাঃ শফিকুর রহমান বার্ক-এর এই বক্তব্য শোনার পর সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্কের উদ্দেশে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সমাজবাদী পার্টির নেতাদের মধ্যে তাহলে আর কোনও পার্থক্য রইল না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here