নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
কিছুদিন থেমে থাকার পর ফের সক্রিয় হয়ে উঠেছে কাঠ চোরের দল। তবে এবারও বনকর্মীদের হাত থেকে রেহাই পায়নি তারা। ফের মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে, রহিমপুর চা বাগান সংলগ্ন সরুগাঁও বস্তি থেকে জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা উদ্ধার করল প্রায় তিন লক্ষ টাকা মূল্যের মূল্যবান সেগুন কাঠ।
বন দফতর সূত্রে জানা গেছে, অবৈধ সেগুন কাঠ গুলি দিনহাটা ভায়া কোচবিহার হয়ে বাংলাদেশে পাচার করার চক্রান্ত করছিল কাঠ চোরের দল। তবে সে সু্যোগ দেয়নি বনকর্মীরা।পাচার হবার আগেই বন কর্মীরা কাঠ গুলি বাজেয়াপ্ত করে।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে জালনোট উদ্ধার,ধৃত ১
দলগাঁও বন দফতরের রেঞ্জার দোরজি শেরপা জানান, “সরুগাও বস্তী থেকে ৮৭ সি,এফ,টি সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সেগুন কাঠের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬১ হাজার টাকা। তবে কাউকে আটক করা যায়নি। বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা গা ঢাকা দেয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584