নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফের আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া সংলগ্ন দেবীশিমূল গ্রাম থেকে একটি গাড়ি সহ মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করল জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বন দফতরের কর্মীরা ।
বন দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অভিযান চালিয়ে দেবী শিমূল গ্রাম থেকে অবৈধ সাতটি সেগুন কাঠের গুড়ি এবং একটি মালবাহী গাড়ি ও তিনটি টানাভ্যান বাজেয়াপ্ত করে বন দফতর ৷
জঙ্গল থেকে ভ্যানে করে কাঠ এনে ছোট গাড়িতে তুলে পাচার করার চেষ্টা করছিল। সেই সময় বন কর্মীরা দেখে ফেলায় চোরের দল গা ঢাকা দেয়।
আরও পড়ুনঃ স্নান করতে নেমে পুকুরে কুমিরের দেখা ! চাঞ্চল্য পাথরপ্রতিমায়
এই বিষয়ে দলগাঁও বন দফতরের রেঞ্জার দোরজি শেরপা জানান, “দেবীশিমুল গ্রাম থেকে সাত টি সেগুন কাঠের গুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা। এছাড়া তিনটি টানা ভ্যান সহ একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584