ধোনির অধিনায়কত্ব নিয়ে সরব সেহওয়াগ ও গম্ভীর

0
65

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইপিএলের শুরুটা জয় দিয়ে করলেও রাজস্থান দ্বিতীয় ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে হেরে চাপে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তাঁর পরে ব্যাট করতে আসা থেকে নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এবার তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন তাঁর প্রাক্তন দুই সতীর্থ বীরেন্দ্র সেহওয়াগ ও গৌতম গম্ভীর।

Sehwag Gambhir | newsfront.co
সেহওয়াগ-গম্ভীর

সেহওয়াগ বলেন, ‘‘শেষ ওভারে তিনটি ছয় মারলো ধোনি। কিন্তু মিডল ওভারে তাঁর ব্যাটিং দেখে মনে হয়েছে, ওই রান তাড়া করতে ততটাও উৎসুক না। ওই সময় প্রচুর বল নষ্ট করেছে মাহি। ধোনিকে তিন বা চারে ব্যাটিং করতে আসা উচিত ছিল ও দলের সেরা ব্যাটসম্যান ওকেই বেশি বল খেলা উচিত। সেটা করলো না, ও আগে নামলে শেষ ওভারে জয়ের জন্য ২০–২২ রান প্রয়োজন হত, সেখানে কাজে লাগত ধোনির এই তিনটে ছয়।‘

আরও পড়ুনঃ সঞ্জুকে কেন নেওয়া হয় না ভারতীয় দলে ফের সরব গম্ভীর

এরপরে ধোনির ক্যাপ্টেন্সি নিয়েও বীরু প্রশ্ন ছুড়ে দেন। তাঁর কথায়, ‘স্যামসনের ব্যাটিংয়ের সময় পীযূষ চাওলা এবং রবীন্দ্র জাদেজাকে টানা ব্যবহার করলো না কেন বুঝলাম না। ওর এদিনের ক্যাপ্টেন্সিকে আমি ১০ এর মধ্যে 8 দেবো।’

আরও পড়ুনঃ চেন্নাই ম্যাচে ফের প্রশ্নের মুখে আম্পায়ারদের সিদ্ধান্ত, হতাশ ধোনি

এরপরে গম্ভীর জানান, ‘অবাক হলাম ধোনি সাত নম্বরে ব্যাট করলো এটা দেখে। আমার প্রশ্ন স্যাম কুরান ও ঋতুরাজ কি ধোনির থেকে বড় ব্যাটসম্যান! আর ওকে ক্যাপ্টেন্সি করতে গিয়েও দেখলাম বেশ চাপে রয়েছে।’ প্রসঙ্গত ধোনির সঙ্গে সেহওয়াগ ও গম্ভীরের সম্পর্ক নিয়ে বারবার বিতর্ক দেখা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here