নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
বার্ষিক কেন্দ্রীয় ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচন কমিটিতে এলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
তার সঙ্গে কমিটিতে রয়েছেন হকি তারকা সর্দার সিং। নির্বাচনী প্যানেলের শীর্ষে থাকছেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মুকুন্দকাম শর্মা। প্যানেলের অন্যন্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন টেবিল টেনিস তারকা মোনালিসা বড়ুয়া মেহতা, বক্সার ভেঙ্কটেশ্বন দেবরাজন, ধারাভাষ্যকার মনীশ বাতাভিয়া এবং দুই সাংবাদিক- অলোক সিনহা, নিরু ভাটিয়া।
আরও পড়ুনঃ ফেঁসে গেলেন ভারত অধিনায়ক, বিরাটের বিরুদ্ধে মামলা উঠলো গ্রেফতার করার দাবীও
এছাড়াও, এই কমিটিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক, সাই, স্পোর্টস ডেভেলপমেন্টের জয়েন্ট।সেক্রেটারি এবং টপ স্কিমের একজন করে প্রতিনিধি থাকবেন। দ্রোনাচার্য পুরস্কারের নাম চুড়ান্ত করার সময় কমিটির চেয়ারম্যান দুজন প্রাক্তন দ্রোনাচার্য জয়ী কোচের থেকে কথা বলা হবে। করোনার কারনে এবার এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই মাস পিছিয়ে দেবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584