নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া ভাবা যায় না চেন্নাই সুপার কিংস দল তাঁর একটা বড় কারণ সিএসকে মালিক এন শ্রীনিবাসন তাকে স্নেহ করেন এবং নির্বাচকরা ধোনিকে টেস্ট অধিনায়ক থেকে যখন সরিয়ে দিতে চান তখন শ্রীনি রুখে দাঁড়ান।
তবে শ্রীনি ও ধোনির জুটি তৈরী হতো না কারণ ২০০৮ প্রথম আইপিএলে সিএসকের প্রথম পছন্দ ছিল ধোনি নয় বীরেন্দ্র সেহওয়াগ। কিন্তু বীরু দিল্লির আইকন ক্রিকেটার হওয়াতে তাকে দলে নেওয়া সম্ভব ছিল না। ফলে ধোনিকে নিলামে পেতে ঝাঁপিয়ে পড়ে শ্রীনির ইন্ডিয়া সিমেন্টস। ২০২০ গেল আইপিএল শুরুর আগে সেই চমকপ্রদ তথ্য সামনে আনলেন প্রাক্তন সিএসকে তারকা এস বদ্রিনাথ।
নিজের ইউটিউব চ্যানেলে বদ্রিনাথ বলেন, ‘আইপিএল শুরু হয় ২০০৮-এ। যদি জানতে চাওয়া হয় চেন্নাইয়ের প্রথম পছন্দ কে ছিল, তবে উত্তর হল বীরেন্দ্র সেহওয়াগ।
আরও পড়ুনঃ প্রথম মার্কিন ক্রিকেটারকে নিল কেকেআর
ম্যানেজমেন্ট সেহওয়াগকে দলে নেওয়ার বিষয়ে নিশ্চিত ছিল। তবে সেহওয়াগ নিজে বলে যে, দিল্লি থেকেই ওর উত্থান। তাই দিল্লির সঙ্গেও ওর সংযোগ ভালো হবে। ম্যানেজমেন্ট সেটা মেনে নেয়। ওদেরও মনে হয়, সেহওয়াগের দিল্লিতে খেলাই উচিত হবে।’
পরে বদ্রিনাথ আরও বলেন, ‘তার পরে নিলামে এসে ম্যানেজমেন্ট বিবেচনা করে কে ভালো প্লেয়ার। ঠিক তার আগেই ভারত ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ জিতেছে। সুতরাং ধোনিকেই চেন্নাইয়ের সেরা বিকল্প মনে হয়।’
আরও পড়ুনঃ আইপিএলে সুযোগ না পেয়ে অবসর নেওয়ার ইঙ্গিত মনোজের
শেষে প্রাক্তন সিএসকে তারকা বলেন, ‘২০০৮-এ ধোনি সবথেকে দামি ক্রিকেটার ছিল। ওকে ৬ কোটিতে দলে নেয়। ওকে নেওয়ার পেছনে বড় কারণ ছিল ফিনিশার, উইকেট কিপিং ও ক্যাপ্টেন্সি তিনটে জিনিসই পাওয়া যাবে ওর থেকে। আর সিদ্ধান্তটা যে কত সঠিক তাঁর প্রমান পাওয়া গেছে ও তিনটে বিভাগেই সফল হয়ে দলকে সাফল্য দিয়েছে। কোনো বছর এমন হয়নি, চেন্নাই শেষের দিকে ছিল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584