নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। রোজগার হয়নি। সেকারণে ঋণ মকুবের দাবিতে একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে সরব হলেন স্বনির্ভর গোষ্ঠীর ঋণ গ্রহীতারা। শনিবার ইসলামপুরে ব্যাঙ্কের সামনে এই দাবি নিয়ে উপস্থিত হন স্থানীয় থানা কলোনী এলাকার বিভিন্ন গোষ্ঠীর সদস্যারা। তাদের দাবি, ব্যবসার জন্য ঋণ নিয়েছিলেন।
বর্তমানে লকডাউনে ব্যবসা বন্ধ রয়েছে। তাই তাদের ঋণ মকুব করে দেওয়া হোক। তারা এই মুহূর্তে কোন কিস্তি দিতে পারছেন না। এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা জানান, ‘এখানে একাধিক গোষ্ঠী এদিন হাজির হয়েছে। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তাদের কিস্তির টাকা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। পরবর্তীতে আদৌ তা দিতে পারবেন কিনা তাও তাদের জানা নেই। তাই এই ঋণ মকুব করার দাবি তুলেছেন তারা।’
আরও পড়ুনঃ মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে একজন উত্তর দিনাজপুরের
এমনকী, আগামী কয়েক মাস বাদে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ওই গোষ্ঠীর মহিলারা পুনরায় ঋণ পাবেন কিনা এই বিষয়টিও তারা জানতে চান ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়েছে, এই মুহুর্তেই কিস্তি জমা দিতে হবে এমন, তারা কাউকেই বলছেন না।
তবে আগামী কুড়ি তারিখের পর থেকে ক্ষুদ্র ঋণ চালু করতে হবে আর বি আইয়ের নির্দেশিকা অনুযায়ী। তাই এবার তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন সেই নির্দেশের বিষয়টি। তবে যাদের ব্যবসা চলছে তারা যদি ঋণ গ্রহণ করে সেক্ষেত্রে আগের বকেয়া ঋণ পরিশোধ করতে বলা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584