গুলি করে হত্যার নিদান, শ্যামাপদর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা বীরভূম পুলিশের

0
66

পিয়ালী দাস, বীরভূমঃ

তৃণমূল নেতাদের গুলি করে মারার নিদান দেওয়ার পরে বীরভূম জেলা পুলিশের তরফে সাঁইথিয়া থানাতে স্বতঃপ্রণোদিত মামলা করা হল বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির , ১৫৩/৫০৫/৫০৬/১১৫/১১৭/৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে।

shyamapada | newsfront.co
শ্যামাপদ মন্ডল। ফাইল চিত্র

শনিবার বীরভূমের সাঁইথিয়াতে বিজেপির একটি সভা থেকে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল সাঁইথিয়া বিধানসভার ৩/৪ জুন তৃণমূল কংগ্রেসের নেতাদের বুনো হাতির মতো গুলি করে মারতে উৎসাহ দেন বিজেপির নিচুতলার কর্মীদের বিজেপি নেতা শ্যামাপদ মন্ডলের উস্কানিমূলক বক্তব্যের কড়া নিন্দা করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুনঃ সংবিধান রক্ষার দায়িত্বে অবস্থান-বিক্ষোভ

তিনি বলেন বিজেপি নেতারা ধর্মের বিভাজন এবং বক্তব্যের মধ্য দিয়ে মানুষকে উত্তেজিত করে অপরাধ করতে বাধ্য করে সাধারণ নিরীহ মানুষদের বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিনহা জানিয়েছেন কোন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি যদি বক্তব্যের মধ্য দিয়ে সংবিধানকে ভূলুণ্ঠিত করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ সেই ব্যবস্থাই নিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here