তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

পরীক্ষা এলে রাত জেগে আমাকে পরীক্ষা দিতে হয়না।আমি সারা বছর পড়াশুনা করেই পরীক্ষায় বসি।তাই পরীক্ষায় পাশ না করার কোন দুশ্চিন্তা আমার থাকেনা।শুক্রবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বললেন।কেমন আছেন,আপনাদের সাথে দেখা করতে এলাম।ভোট এসে গেছে।

কারো প্ররোচনায় পা না দিয়ে মন জারে চায় তাকেই সমর্থন করবেন বলে রায়গঞ্জ কেন্দ্রের লোকসভা প্রার্থী সিপিআইএমের মোহাঃ সেলিম এই কথা বলেন।তিনি বলেন পরীক্ষার আগে তিনি মুখস্ত বিদ্যায় বিশ্বাসী নয়।তাই তিনি এবারের পরীক্ষায় উত্তীর্ণ হবেন ভালোভাবেই।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোঃ সেলিম তিনি বলেন এই জেলায় মানুষের সঙ্গে ছিলেন আছেন ও আগামী দিনেও থাকবেন।
আরও পড়ুনঃ কেষ্টর প্রেসক্রিপশন মেনে প্রচারে সবুজ নকুলদানা বিলি


তিনি কোন বহিরাগত নন।মোহাম্মদ সেলিম আরও বলেন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যা তিনি শুনে লোকসভায় তুলে ধরেছেন এবং এলাকার মানুষের পাশে থেকে সাধ্যমত চেষ্টা করেছেন মানুষের সমস্যার সমাধান করতে। বলেন,পিছিয়ে পরা উত্তর দিনাজপুর জেলা সকলেই উন্নয়নের চাবি দেখেছেন কিন্তু সেই চাবি দিয়ে দরজা খোলেন নি।
তাই তিনি আস্তে আস্তে পিছিয়ে পড়া জেলা দরজা খোলার চেষ্টা করছেন। মোহাম্মদ সেলিম কেন্দ্রের বিজেপি সরকারকে ও রাজ্যের তৃণমূল সরকার কে কটাক্ষ করে বলেন এরা মানুষের উপকারে আসে না এরা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের সময় ভোট নিয়ে নেয় আর কাজের সময় পালিয়ে যায়।তাই এবারের নির্বাচনে তার আশা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন বলেই তার দৃঢ় বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584