নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে যখন করোনা আক্রান্তের হদিশ মিলেছিল, সবার আগে স্বাস্থ্য দপ্তরের মনে হয়েছিল তাঁর নাম। তিনি সেলিনা বেগম। জেলার একমাত্র মহিলা অ্যাম্বুলেন্সের চালিকা। এই প্রতিকূল পরিস্থিতিতে মাতৃ দিবসের দিন সেলিনা বেগমকে সংবর্ধিত করল হেমতাবাদ ব্লক হাসপাতাল। রবিবার দুপুরে হেমতাবাদ ব্লক হাসপাতালে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সেলিনাকে সংবর্ধনা দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান।
শনিবার জেলার ৩ জন আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই যখন নড়চড়ে বসেছে প্রশাসন। অনেক ক্ষেত্রেই যখন অনেক পুরুষ অ্যাম্বুলেন্স চালকেরা নিজেদের কাজে যেতে চাইছেন না, তখন হেমতাবাদ ব্লকের প্রত্যন্ত এলাকা থেকে স্বাস্থ্য কেন্দ্রে রোগী আনা, আবার হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্র থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে রোগীদের নিয়ে যাওয়ার কাজ একাহাতে সামলে চলছেন সেলিনা।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে কেমন কাজ, জানতে চাইলেন ‘পি কে’
তাই এদিন সেলিনাকে দুর্গতিনাশিনী দেবী দুর্গার সাথে তুলনা করে “মা” হিসেবে সম্বোধন করলেন সিএমওএইচ। তাকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধিত করলেন তিনি। রবীন্দ্রনাথ বাবু জানান, ‘আজ মাতৃ দিবস। সেলিনা আমাদের মায়ের মত নির্ভিকভাবে আগলে রেখেছেন। দেবী দুর্গার মত করোনা অসুরের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। এটা সত্যিই আমাদের কাছে গর্বের।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584