ফেরিওয়ালার কারসাজিতে পোস্ত হলো সুজি

0
98

সুদীপ পাল,বর্ধমানঃ

নিজেদের জমিতে পোস্ত চাষ হয়।তাই বাজারে যখন পোস্তর কেজি ৭০০ টাকা তখন সে মাত্র ৩০০ টাকাতেই এক কেজি পোস্ত গ্রাহকের হাতে তুলে দিচ্ছে। মাথায় একটি বস্তা আর দাড়িপাল্লা নিয়ে গ্রামে ঘুরে এমনটাই দাবি করেছিল সেই অপরিচিত ফেরিওয়ালা।গলসির খেতুড়া গ্রামে তার এই কথা শুনে প্রায় কুড়ি থেকে ত্রিশ কেজি পোস্ত বিক্রি হয় তখনই কিন্তু গোল বাঁধে এরপর। রান্না করতে গিয়ে বাড়ির বউরা দেখেন পোস্ত নয় তাদের দেওয়া হয়েছে সুজি।হাপিত্যেশ করা ছাড়া আর কোন উপায় নেই তার কারণ ফেরিওয়ালাও তখন হাওয়া।বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয় এক বাসিন্দা বলেন, বাড়ির পুরুষরা কেউ ঘরে ছিল না। তারা কাজের জন্য সকালেই বেরিয়ে যায়।এই সুযোগটিকে কাজে লাগিয়েছে ওই প্রতারক। বাড়ির গৃহবধূদের ভুল বুঝিয়ে পোস্তর বদলে সুজি বিক্রি করেছে সে।যদিও গৃহবধূদের দাবি, “এত কম টাকায় পোস্ত পাওয়া যাচ্ছে দেখে আমাদেরও সন্দেহ হয়েছিল। আমরা পোস্ত হাতে নিয়ে দেখি। তখন পোস্তই ছিল। আমরা সবাই সেখানে দাঁড়িয়ে ছিলাম। অথচ ওই ফেরিওয়ালা হাতের কারসাজিতে কখন পোস্তকে বদলে দিয়ে সুজি করে দিয়েছে তা কেউই টের পাইনি।”
পোস্তর বদলে সুজি নিয়ে হাপিত্যেশ করছেন বাড়ির গৃহবধূরা যদিও পুরুষদের বক্তব্য,এজন্যই বলে সস্তার তিন অবস্থা।

আরও পড়ুনঃ ফোনের গুঁতোই ব্যবসা লাটে,সমাধানের আশায় ক্ষুদ্র ব্যবসায়ী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here