সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
পুলিশের জালে ধরা পড়ল চোরা কারবারির দল। সাপ বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে তারা। দক্ষিণ সুন্দরবনের জঙ্গল থেকে সাপ ধরে চলছিল গোপনে বিক্রি। মোটা টাকা কামানোই ছিল মূল উদ্দেশ্যে।
পাচার হওয়া সাপ চলে যেত সাপুরেদের পাশাপাশি ভিন রাজ্য হয়ে চিনে। বকখালি ফেজারগঞ্জ থানার শিবপুরের বাসিন্দা নিরাপদ মন্ডল দীর্ঘ দিন ধরে জঙ্গল থেকে সাপ ধরে বাসিন্দাদের সেবা শুশ্রূষা করে আসছিল বলে জানত গ্রামবাসীরা ।
কিন্তু গোপনে চলতো অন্য কাজ। মোটা টাকায় সাপ বিক্রি করে আসছিল অসাধু এই মানুষটি। গ্রামবাসীদের সন্দেহ হয়। আজ সকালে বীরভূম থেকে দুজন সাপ কিনতে আসলে গ্রামবাসীরা ধরে ফেলে তাকে।
আরও পড়ুনঃ ভগবানগোলায় পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে মারধরের অভিযোগ
উদ্ধার হয় চারটি গোখড়ো সাপ। খবর দেওয়া হয় বকখালির বনদফতরে। বনদফতরের আধিকারিক এসে তার বাড়ি থেকে আরও সাপ উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584