নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
অল্ট্ নিউজ-ভারতীয় মিডিয়া জগতে এক ব্যতিক্রমি নাম।মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দীর্ঘদিন এই নিউজ সংস্থা নিউজকে কাটা ছেঁড়া করে আসল সত্য মানুষের কাছে তুলে ধরছে। এর জন্য বেশ কয়েকবার সুবিধাবাদীদের রোষানলেও পড়তে হয়েছে।

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অডিটোরিয়ামে-আন্ডারস্ট্যান্ডিং দ্যা এপিডেমিক অফ ফেক নিউজ এ্যন্ড হাউ টু কাউন্টার ইট(Understanding the Epidemic of Fake News and How to Counter it )নামের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল বাংলা সংস্কৃিতি মঞ্চ ও APDR এর যৌথ উদ্যোগে।
কিভাবে মিথ্যা খবরের বাড়বাড়ন্তকে বোঝার উপায় ও তাকে কিভাবে মোকাবেলা করতে হবে- এই বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন “alt.news” এর সহ-প্রতিষ্ঠাতা প্রতিক সিন্হা ।
সোশ্যাল মিডিয়া,অপপ্রচার ও সমাজে তার প্রভাব সহ ফেক নিউজ-কারা, কিভাবে কেন বানায়, কাদের লাভ,কাদের ক্ষতি-এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আজকের সেমিনারে।ফেয়ারনেস ক্রিম থেকে শুরু করে রাজস্থানের শম্ভূলালও আলোচনায় উঠে আসে।এছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মুকলেসুর রহমান, এপিডিআর এর পক্ষে শিক্ষক আলতাফ আহমেদ, হল ভর্তি সাংবাদিক ও অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584