সিনিয়ার স্টেট রাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা রায়গঞ্জে

0
164

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

Senior badminton competition raiganj
নিজস্ব চিত্র

রবিবার উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে ও ওয়েস্টবেঙ্গল ব্যাডমিন্টন এসোসিয়েশনের সহযোগিতায় রায়গঞ্জে চারদিনের সিনিয়ার স্টেট রাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার অরিন্টপ দাশগুপ্ত উত্তর দিনাজপুরের অয়ন পালকে ফাইনালে ২১-১৯,২১-৮ ও ১১-২১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয় কলকাতার উৎসভা পালিত।তিনি ফাইনালে ২১-১২ ও২১-১৭ পয়েন্টসে হাওড়ার মনিদীপা দে কে পরাজিত করেন।

পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হয় কলকাতার কৌশিক পাল ও পল্লব বসু। ফাইনালে তারা ,২১-১৯ ও ২৩-২১পয়েন্টসে কলকাতার অরূপ বৈদ্য ও রতিকান্ত সাহার বিরুদ্ধে জয় পায়।মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হয় ঈপ্সিতা সিনহা ও উৎসভা পালিত।ফাইনালে এই দুই জুটি ২১-১৯ ও ২১-১৫পয়েন্টসে অনুরিয়া দাস ও রিয়া ঘোষকে হারিয়ে দেয়।

আরও পড়ুনঃ রায়গঞ্জে জুনিয়ার দাবা প্রতিযোগিতায় প্রথম ধ্রুব

অন্যদিকে মিক্সড ডাবলসে অরূপ বৈদ্যকে সঙ্গে নিয়ে উৎসভা ২১-১৮ ও ২১-৯ পয়েন্টসে কলকাতার কৌশিক পাল ও অনুরিয়া দাসকে হারিয়ে দেয়।উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক নির্মল কুমার ঘোষ জানান,আগামী ৪ঠা এপ্রিল থেকে শুরু হবে সাব-জুনিয়ার ও জুনিয়ার পর্যায়ের খেলাগুলি। ব্যাডমিন্টন খেলাকে ঘিরে রায়গঞ্জে এই কদিন ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here