অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
তারকা পতন অস্ট্রেলিয়ান ওপেনে। সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। হারার পর সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে তিনি। আর পারছি না- বলে খেলার মাঝপথে শরীর না দেওয়ায় উঠে যান সেরেনা।
সেমিফাইনালে তৃতীয় বাছাই জাপানের নেয়োমি ওসাকার কাছে ৩-৬, ৪-৬ গেমে হেরে যান তিনি। মহিলাদের সিঙ্গলসে সব থেকে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের মার্গারেট কোর্টের বিশ্বরেকর্ড এবারও ছোঁয়া হল না সেরেনার। তিনি ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।
আরও পড়ুনঃ টেস্ট ক্রিকেটকে বিদায় দু’প্লেসির
হারের পরে সেরেনা বলেন, ‘‘এটা আমার দিন ছিল না অনেক মিস করেছি। আমি সেটাই তফাৎ গড়ে দিল। বেশ কিছু সুযোগ ছিল, যেগুলো আমি অনায়াসে কাজে লাগাতে পারতাম। এমনকী ৫-০ এগিয়ে যেতে পারতাম। এটা আমার কাছে বড় ভুলের দিন।“
আরও পড়ুনঃ বাকি দুই টেস্টে নেই শামি ও সাইনি
এরপর তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়, কী কারণে তিনি এত ভুল করলেন, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি সেরেনা। কাঁদতে কাঁদতে বলেন, ‘‘জানি না। আর কথা বলতে পারছি না।“ বলেই হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন । চার বছর কোনো ট্রফি নেই শেষ বার এই অস্ট্রেলিয়ান ওপেনই জেতেন এরপর অন্তসত্ত্বা হয়ে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584