বাঁ পায়ে চোট, উইম্বলডন থেকে ছিটকে গেলেন সেরেনা

0
50

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ফের মার্গারেট কোর্টের বিশ্বরেকর্ড থেকে বিরত থাকলেন সেরেনা। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে উইম্বলডন থেকে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন তথা ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস। মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ড থেকে আর মাত্র এক ধাপ পিছিয়ে সেরেনা।

Serena Williams | newsfront.co
সেরেনা উইলিয়ামস। সৌজন্যেঃ এনডিটিভি

মঙ্গলবার প্রথম রাউন্ডে তিনি মুখোমুখি হয়েছিলেন আলিয়াকজান্দ্রা সাসনোভিচের। ৩-১’এ এগিয়ে থাকেন সেরেনা। তারপরই হঠাৎই বাঁ পায়ের গোড়ালিতে মোচ লাগে। তখনই কোর্ট ছেড়ে বেরিয়ে যান তিনি। কিছুক্ষন পর ফিরে আসলেও ৩-৩ অবস্থায় কোর্টেই পড়ে যান তিনি। ওই অবস্থায় তার পক্ষে আর ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। চোখের জলে মার্গারেট কোর্টকে বিদায় জানান সেরেনা।

আরও পড়ুনঃ ‘বাগ’ খুঁজে দিয়ে ২২ লক্ষ টাকা পুরস্কার পেলেন ভারতীয় তরুণী

প্রসঙ্গত, সেরেনার চোট পাওয়ার কিছু আগেই চোট পান আদ্রিয়ান মানারিনো। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোর্ট ছাড়েন তিনিও। শেষ পর্যন্ত খেলতে পারলে হয়ত উইম্বলডনে রেকর্ড গড়তে মানারিনোও।

আরও পড়ুনঃ ‘মহিলাদের একাধিক বিবাহের অনুমতি’ প্রস্তাব দক্ষিণ আফ্রিকায়

উল্লেখ্য, এর আগে ২১তম বাছাই কাজাখস্তানের রাশিয়ান বংশোদ্ভূত এলেনা রাইবাকিনারের কাছেও চতুর্থ রাউন্ডে হেরে ফরাসি ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। ২০১৫ সালে শেষবার ফরাসি ওপেন জিতেছিলেন সেরেনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here