অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ইতিহাস বলছে ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিনতর। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরের স্পিন জুটি। ইংল্যান্ডই শেষ বার কোনো বিদেশী দল হিসেবে আট বছর আগে ভারতের মাটিতে ভারতকে হারায়। কিন্তু সেই ইংল্যান্ড আর এই ইংল্যান্ড এক নয়। তবুও ভারতকে হুমকি দিচ্ছেন ব্রিটিশ পেসার জোফরা আর্চার।
ভারতে পা দিয়ে আর্চার বলছেন, “যারা বলছে ভারত আমাদের হারাবে তারা ভুল, কারণ এই সিরিজ মোটেও একপেশে হবে না। অনেক বছর ধরে আইপিএল খেললেও টেস্ট ক্রিকেটে চ্যালেঞ্জ আরও বেশি। আমরা কয়েক বছরে টেস্ট ক্রিকেটে যথেষ্ট ধারাবাহিক দল। লাল বলের লড়াই সবসময় অন্যরকম। সেটা আমরা জানি সেই প্রস্তুতি নিয়েই এসেছি।“
আরও পড়ুনঃ ভিভোই থাকতে চলেছে আইপিএলের টাইটেল স্পনসর
এরপরেই তিনি যোগ করেছেন, “আইপিএলে বোলাররা সুবিধা পায়। আইপিএল খেলে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কাজে লাগাবো। তবে ভালো পিচ দরকার। আশা করি ওরা মরা পিচ তৈরি করবে না। ওদের বোলাররাও সুবিধা পাবে শুধু জোরে বোলিং নয় আমাদের স্পিন বিভাগও শক্তিশালী আমরা ছয় স্পিনার নিয়ে এসেছি ভারতের মাটিতে লড়াই হবে উপভোগ্য সিরিজ হবে।“
আরও পড়ুনঃ দল ঘোষণা শুক্রবার শুরু বাংলার অনুশীলন, নেই মনোজ
প্রসঙ্গত নিজেদের দেশের মাঠে শ্রীলঙ্কাকে যে সিরিজে ইংল্যান্ড হারায় সেখানে চোটের জন্য দলে ছিলেন না আর্চার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584