নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বালি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হল এক যুবক।সোমবার ঘটনাটি ঘটেছে গোয়ালতোড়ের গোড়াবাড়িতে। আহতের নাম মিঠুন দত্ত(৩০)।বাড়ি গোয়ালতোড়ের কিয়ামাচাতে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কেওয়াকোল গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় তাকে মেদিনীপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: বর্ধমানে ডাম্পারের ধাক্কায় মৃত বাইক আরোহী ক্ষুব্ধ জনতা ফেটে পড়ে ক্ষোভে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিয়ামাচার বাসিন্দা মিঠুন দত্ত গোয়ালতোড় হয়ে পিংবনীর দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা একটি বালি বোঝায় ডাম্পার গাড়ি দ্রুতবেগে এসে তাকে ধাক্কা মারে।

ঘাতক গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584