নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। শুক্রবার সন্ধ্যায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আইসিসিইউতে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কী কী সমস্যা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ওই হাসপাতাল সূত্রে খবর।
বেশ কিছু দিন ধরেই অসুস্থ বুদ্ধদেববাবু। গতকাল থেকে তা বাড়তে শুরু করে। প্রচণ্ড শ্বাসকষ্ট সঙ্গে রক্তচাপ অত্যধিক নেমে যায়।
বুদ্ধবাবুর পারিবারিক সূত্রে খবর, এদিন তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়। পারিবারিক চিকিৎসক ফুয়াদ হালিম তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর তাঁকে অ্যাম্বুল্যান্সে করে দক্ষিণ কলকাতায় ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বুদ্ধবাবুকে সঙ্গে সঙ্গেই আইসিসিইউ-তে ভর্তি করানো হয়।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন বুদ্ধবাবুর স্ত্রী এবং মেয়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584