নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

বালির ট্রাকের সাথে সাইকেল আরোহীর সংঘর্ষে গুরুতর আহত সাইকেল আরোহী।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের শোভাগঞ্জ এলাকায়।
আহত সাইকেল আরোহীর নাম ক্ষীরোদ রায় ( ৫১)।তাঁর বাড়ি শামুকতলা রোড এলাকায় মজিদ খানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি সাইকেলে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচমকাই পিছন থেকে লরিটি তাঁকে ধাক্কা মারে।

পরে স্থানীয় বাসিন্দারা ওই আহত ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ মেলায় বচসা মারধর,হাসপাতালে মৃত্যু আক্রান্তের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে একটি ট্রাফিক পয়েন্ট দেওয়ার কথা প্রশাসনকে বারবার জানানো হলেও সেটাও দেওয়া হয়নি। দুটি স্কুল রয়েছে এই এলাকায় ,রাস্তা দিয়ে সব সময় ট্রাক যাতায়াত করে।ফলে যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।পরে পুলিশ এসে ট্রাফিক পয়েন্ট তৈরির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584