শোভাগঞ্জে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী

0
53

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

Seriously injured cycle rider at road accident
নিজস্ব চিত্র

বালির ট্রাকের সাথে সাইকেল আরোহীর সংঘর্ষে গুরুতর আহত সাইকেল আরোহী।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের শোভাগঞ্জ এলাকায়।
আহত সাইকেল আরোহীর নাম ক্ষীরোদ রায় ( ৫১)।তাঁর বাড়ি শামুকতলা রোড এলাকায় মজিদ খানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি সাইকেলে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচমকাই পিছন থেকে লরিটি তাঁকে ধাক্কা মারে।

Seriously injured cycle rider at road accident
দুর্ঘটনার স্থানে স্থানীয়দের ভিড়। নিজস্ব চিত্র

পরে স্থানীয় বাসিন্দারা ওই আহত ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ মেলায় বচসা মারধর,হাসপাতালে মৃত্যু আক্রান্তের

Seriously injured cycle rider at road accident
বিপ্লব দেব,স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে একটি ট্রাফিক পয়েন্ট দেওয়ার কথা প্রশাসনকে বারবার জানানো হলেও সেটাও দেওয়া হয়নি। দুটি স্কুল রয়েছে এই এলাকায় ,রাস্তা দিয়ে সব সময় ট্রাক যাতায়াত করে।ফলে যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।পরে পুলিশ এসে ট্রাফিক পয়েন্ট তৈরির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here