মনিরুল হক, কোচবিহারঃ
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল একটি বুলেরো গাড়ি। এই ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার বিকেলে কোচবিহার ২ নং ব্লকের রাজারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়িটি দ্রুত গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে।
প্রথমে উদ্ধার কাজে স্থানীয়রাই হাত লাগায়। এরপর খবর পেয়ে পুণ্ডি বাড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসে। গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা সকলকে উদ্ধার করে কোচবিহার এম জে এন হাসপাতালে পাঠানো হয়।
জানা গিয়েছে, ওই গাড়িটিতে থাকা সকলেই দিনহাটার বাসিন্দা। তবে এখনও পর্যন্ত তাদের নাম জানা যায়নি। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584