হরষিত সিংহ,মালদহঃ
গাড়ির চাকা সারাই করতে গিয়ে হাওয়া ভর্তি টিউব ফেটে গুরুতর জখম হল এক ব্যাক্তি। তার আঘাত এতটায় গুরুতর যে মালদা মেডিক্যালের চিকিৎসকেরা তাকে কলকাতা রেফার করেন। সোমবার রাতে মালদহের ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মালদা ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আহত ব্যক্তির নাম তাসিউর রহমান। বয়স ৩৫। বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর সংলগ্ন পিয়াসবাড়ি গ্রামে। তিনি পেশায় টায়ার মিস্ত্রি। মহিদিপুরে মালদা-মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্যপথের ধারে তাঁর দোকান।
নূর কালাম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, সোমবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ তাসিউর একটি বড়ো লরির টায়ার সারাই করেন। সারাই করার পর তিনি টায়ারে পর্যাপ্ত হাওয়া দেন। এরপর তিনি মিটার নিয়ে টায়ারের হাওয়া পরীক্ষা করতে যান। তখনই ঘটে বিপত্তি। হঠাৎ টায়ারে বিস্ফোরণ হয়। হাওয়ার ধাক্কায় ছিটকে পড়েন তাসিউর। তাঁর মাথা, মুখ ও চোখে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা তাসিউরকে কলকাতা রেফার করে দেন।তবে হাওয়ার ধাক্কা যে এতটা হতে পারে তা ভাবতে পারছেন না স্থানীয়রা থেকে পরিবারের লোকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584