শিবশঙ্কর চ্যাটার্জী,দক্ষিন দিনাজপুরঃ

রবিবার সকালে লরির ধাক্কায় গুরুতর আহত হয় এক সাইকেল আরোহী।বালুরঘাট থানার আটোর মোড়ের ঘটনা।এলাকাবাসীর অভিযোগ এলাকায় বালুরঘাট থানার তরফ থেকে সেখানে পথদুর্ঘটনা রুখতে সিভিক বসালেও তারা তাদের দায়িত্ত্ব পালন না করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।
জানা যায়, এলাকার স্থানীয় বাজার থেকে বাজার করে নিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। সেই সময় ফাঁকা রাস্তায় এক লরি দ্রুত গতিতে বালুরঘাট থেকে বুনিয়াদ পুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রনে হারিয়ে আটোর মোড়ে একটি ইলেক্ট্রিক পোলে ধাক্কা মেরে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায়।এমনটাই জানান এলাকার লোকেরা।আহত লোকটির পরিচয় জানা যায়নি।

তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই ব্যক্তি।আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।ঘাতক লড়িটির খোঁজ চালাছে পুলিশ।
আরও পড়ুনঃ ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু
অভিযোগ এই রাস্তা ৫১২ নম্বর রাজ্য সড়ক হওয়ায় লরি সহ সকল যান-বাহন লাগাম ছাড়া গতিতে যাতায়াত করে। তাদের গতি নিয়ন্ত্রনের জন্য সিভিক দেওয়া থাকলেও তারা মোবাইল ফোন কানে দিয়ে ব্যস্ত থাকে বলে অভিযোগ স্থানীয়দের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584